Sambad Samakal

Bulb: ১২১ বছর ধরে একটানা জ্বলছে এই বালব! কী ভাবে সম্ভব!

Aug 18, 2022 @ 2:33 pm
Bulb: ১২১ বছর ধরে একটানা জ্বলছে এই বালব! কী ভাবে সম্ভব!

এই বিশ্বের কোনও কিছুই চিরস্থায়ী নয়। এই সূত্র মেনে সব কিছুই পরিবর্তন করতে হয় আমাদের। বিশেষ করে লাইটের মতো বৈদ্যুতিক সরঞ্জাম কিছুদিন অন্তরই পরিবর্তন করতে হয়। কিন্তু একটি বালব যদি একটানা একশো বছরেরও বেশি সময় ধরে জ্বলতে থাকে! অবাক হলেও এই ঘটনা সত্যি।

এই বিষ্ময়কর বালব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি দমকল দফতরে। ১৮৯০ সালে ফিলামেন্ট বালব আবিষ্কার করে ফরাসি বিজ্ঞানী অ্যাডলফ চেইলেট। ১৯০১ সালে তিনি বেশ কয়েকটি বালব দান করেন ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগে। ৩০ ওয়াটের সেই বালব ম্লান হলেও, জ্বলছে আজও। বিশ্বের সবথেকে পুরনো কর্মক্ষম বালব এটিই। ইতিমধ্যেই গিনেস বুকেও নাম উঠেছে এই বালবের।

Related Articles