Sambad Samakal

Janmashtami: সৌভাগ্যের অধিকারী হতে জন্মাষ্টমীতে কী করবেন?

Aug 18, 2022 @ 9:26 am
Janmashtami: সৌভাগ্যের অধিকারী হতে জন্মাষ্টমীতে কী করবেন?

হিন্দু শাস্ত্রে জন্মাষ্টমী অত্যন্ত পবিত্র একটি দিন। আজ, বৃহস্পতিবার সেই শুভক্ষণ। তাই আজ বিশেষ কিছু শুভ কাজের মাধ্যমে আপনি সহজেই হতে পারেন সৌভাগ্যের অধিকারী। কী সেই কাজ? জেনে নিন একনজরে:

১) নিজের স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে নিন।

২) গোপাল বা রাধাকৃষ্ণকে দুধ, সাদা চন্দন, গোলাপ জল এবং গোলাপের পাপড়ি দিয়ে অভিষেক করান।

৩) স্বামী-স্ত্রী একসঙ্গে কোনও রাধাকৃষ্ণের মন্দিরে রুপোর বাঁশি অর্পণ করলে দাম্পত্য বন্ধন অটুট হবে।

৪) জন্মাষ্টমীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন।

৫) জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি অর্পণ করুন।

৬) তবে এদিন কোনওভাবেই গাছ থেকে তুলসী পাতা তোলা যাবে না।

৭) বিশেষ এই দিনে সাধ্য মতো গরিবদের কিছু দান করুন।

Related Articles