Sambad Samakal

Anubrata: অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে খুলল গেট

Aug 19, 2022 @ 10:37 am
Anubrata: অনুব্রতর রাইস মিলে সিবিআই হানা, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে খুলল গেট

গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে তাঁর ভোলে ব্যোম রাইস মিলে হানা দিল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বোলপুরের ওই রাইস মিলটিতে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের অংশীদারীত্ব রয়েছে বলে দাবি সিবিআই সূত্রে।

এদিন সকালে ১০টার কিছু আগেই ভোলে ব্যোম রাইস মিলের সামনে পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারীরা। কিন্তু দীর্ঘ ৪০/৪৫ মিনিট তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। মিলে উপস্থিত কর্মীরা জানান, অনুমতি নেই বলেই প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও পরে রাইস মিলের গেট খুলে দেন উপস্থিত কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা।

Related Articles