Sambad Samakal

Anubrata: অনুব্রতর রাইস মিলে সরকারি স্টিকার লাগানো গাড়ি, মালিকানা কার?

Aug 19, 2022 @ 1:23 pm
Anubrata: অনুব্রতর রাইস মিলে সরকারি স্টিকার লাগানো গাড়ি, মালিকানা কার?

শুক্রবার সকালেই বোলপুরে অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে থাকা ভোলে ব্যোম রাইস মিলে হানা দেয় সিবিআই। দীর্ঘক্ষণ টালবাহানার পরে ভেতরে প্রবেশ করেন তদন্তকারীরা। রাইস মিলের এক প্রান্তে থাকা গ্যারেজে এদিন বিলাসবহুল পাঁচটি কালো রঙের গাড়ির খোঁজ মেলে। এদের মধ্যে একটি জিপ ও চারটি এসইউভি গাড়ি রয়েছে। দেখা যায়, গাড়িগুলির গায়ে পশ্চিমবঙ্গ সরকার লেখা স্টিকারও লাগানো রয়েছে। এমনকী একটি গাড়ির সামনের ড্যাশবোর্ডে রয়েছে বিভিন্ন ব্যাজ।

স্বভাবতই প্রশ্ন উঠছে, ভোলে ব্যোম রাইস মিলের ভেতরে রাখা গাড়িগুলি আসলে কার? জানা যাচ্ছে, ডব্লুবি ৫৪ইউ ৬৬৬৬ ও ডব্লুবি ৫৪জেড ৪১৭৬ নম্বরের দু’টি গাড়ি এর আগে অনুব্রত মণ্ডলকে ব্যবহার করতে দেখা গিয়েছে। বোলপুর থেকে কলকাতার এসএসকেএম হাসপাতাল ও চিনার পার্কের ফ্ল্যাটে আসার সময়ে ওই গাড়ি দুটি ব্যবহার করেছিলেন অনুব্রত। কিন্তু আরটিওর নথিতে দেখা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের নামে গাড়িগুলির রেজিস্ট্রেশন নেই। কেনইবা পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার ওই গাড়িগুলোতে লাগানো হয়েছিল, তাও এখনও স্পষ্ট নয়।

Related Articles