Sambad Samakal

Belur Math: জন্মাষ্টমীতে কাঠামো পুজো, বেলুড় মঠে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি

Aug 19, 2022 @ 10:57 am
Belur Math: জন্মাষ্টমীতে কাঠামো পুজো, বেলুড় মঠে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি

প্রতি বছরের মতো রীতি মেনে জন্মাষ্টমীর দিনই বেলুড় মঠের দুর্গাপুজোয় ঢাকে কাঠি পড়ে গেল। প্রথা অনুযায়ী জন্মাষ্টমীতে দুর্গা প্রতিমার কাঠামোকে পুজো করা হয়। আর তার মাধ্যমেই সূচনা হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। তিথি মেনে গতকালই জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হয়েছে বেলুড় মঠে।

এদিন সকালে হয়েছে মঙ্গলারতি। বেলুড় মঠের প্রথা অনুযায়ী, প্রতি বছর দুর্গা প্রতিমা বিসর্জনের পরে সেই কাঠামো জল থেকে তুলে রাখা হয়। সেই কাঠামোকে জন্মাষ্টমীর দিন পুজো করে মণ্ডপ তৈরির কাজ শুরু করে দেওয়া হয়।

Related Articles