Sambad Samakal

Eye: চোখের জলই হদিশ দেবে যাবতীয় রোগের! কীভাবে?

Aug 21, 2022 @ 9:14 am
Eye: চোখের জলই হদিশ দেবে যাবতীয় রোগের! কীভাবে?

চোখের জলে যেমন মিশে আছে দুঃখ-অভিমান, তেমনই কখনও মিশে থাকে আনন্দও। তবে এখানেই শেষ নয়। শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা, তাও বলে দেবে চোখের জলই। সম্প্রতি চিনের ওয়াংঝো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, চোখের জলে পাওয়া গিয়েছে মোট ৪২৬টি প্রোটিন।

গবেষণা অনুযায়ী, চোখ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হলে, পরিবর্তন হয় প্রোটিনগুলিরও। তাছাড়াও শরীরে ডায়বেটিস বা অন্য কোনও রোগ বাসা বাঁধলে লালারস ও মূত্রের মতোই বদলে যায় চোখের জলের গঠন। এমনকী চোখের জলকে কাজে লাগিয়ে নতুন এক ধরনের টেস্ট কিটও আবিষ্কার করেছেন চিনা গবেষক ফেই লিউ। যা ডায়াবেটিস সহ একাধিক রোগের হদিশ দেবে মাত্র পাঁচ মিনিটেই।

Related Articles