Sambad Samakal

Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

Aug 21, 2022 @ 2:26 am
Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

মেষ: অতিরিক্ত খরচের জন্য সংসারে বিবাদ। দন্তরোগ বাড়তে পারে। ঘাড়ে ও পিঠে বেদনা। দাম্পত্য বিবাদ।

বৃষ: গরিব মানুষের জন্য কিছু সাহায্য করায় আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। প্রেমে শান্তি। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

মিথুন: শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয়-বিক্রয়ে লাভ হাতছাড়া হওয়ার যোগ। নিকট আত্মীয় গোপনে ক্ষতির চেষ্টা করবে। মায়ের সঙ্গে বিরোধ।

কর্কট: আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। দাম্পত্য সুখ। আইনি জটিলতা।

সিংহ: প্রিয়জনের কুকথার জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কর্কট রোগে আক্রান্ত হতে পারেন। দূর ভ্রমণ।

কন্যা: লেখকদের জন্য খুব ভালো সময় আসছে। সংসারে ব্যয় বাড়তে পারে। চোখের সমস্যা। মানসিক অশান্তি।

তুলা: প্রেমিকার সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। অতিরিক্ত ব্যয়। ভ্রমণের পরিকল্পনা।

বৃশ্চিক: মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ। পেটের অসুখ। গৃহে শান্তি।

ধনু: বাড়তি কথায় বিবাদ বাধতে পারে। বিদেশে বাসরত বন্ধুর খবর না আসায় চিন্তা বাড়বে। সন্তানের কৃতিত্বে সুখ। পায়ের ব্যাথায় কষ্ট পেতে পারেন।

মকর: বাড়িতে প্রতিবেশী আসার যোগ। আর্থিক দিক থেকে দিনটি ভালো হবে। দুর্ঘটনা এড়িয়ে চলুন। যে কোনও আলোচনা সফল হবে।

কুম্ভ: মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। গৃহে শান্তি। সন্তান সুখ।

মীন: আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনের শারীরিক অবস্থার অবনতি। সংসারে অশান্তি।

Related Articles