Sambad Samakal

Neel Armstrong: চাঁদের মাটিতে এখনও অক্ষত নীল আর্মস্ট্রংয়ের পদচিহ্ন

Aug 21, 2022 @ 5:18 pm
Neel Armstrong: চাঁদের মাটিতে এখনও অক্ষত নীল আর্মস্ট্রংয়ের পদচিহ্ন

১৯৬৯ সালের ২০ জুলাই, বিশ্বের বুকে তৈরি হয়েছিল নয়া নজির। প্রথমবার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পা রেখেছিলেন কোনও মানুষ। নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদের রুক্ষ মাটিতে পুঁতে রেখে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। চাঁদে মানুষ না পাঠিয়ে স্টুডিওতে ভিডিও শুট করেছিল নাসা, সেই সময়ে এমন অভিযোগও তুলেছিলেন অনেকে। তবে এবার সেই জল্পনায় শেষ পর্যন্ত ইতি পড়লো।

সম্প্রতি চন্দ্রপৃষ্ঠ থেকে বিশেষ ফুটেজ পাঠালো নাসার লুনার রেকোনেসেন্স অরবিটর। আর সেই ফুটেজেই দেখা গেল, চাঁদের মাটিতে এখনও একই ভাবে ফুটে রয়েছেন নীল আর্মস্ট্রংদের পায়ের ছাপ। বিজ্ঞানীদের মতে, চাঁদের ওই অংশটির সঙ্গে কোনও গ্রহাণুর সংঘর্ষ না ঘটলে চিরকাল অক্ষত থাকবে মানুষের এই কীর্তি।

Related Articles