Sambad Samakal

Sea Dive: নয়া রেকর্ড, সমুদ্রের তলায় গভীরতম ডুব!

Aug 21, 2022 @ 5:21 pm
Sea Dive: নয়া রেকর্ড, সমুদ্রের তলায় গভীরতম ডুব!

সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা যত বৃদ্ধি পায়, ততই বাড়তে থাকে জলের চাপ। ডাইভিং স্যুট সেই চাপ থেকে মানুষে কিছুটা রক্ষা করলেও, সমুদ্রের নীচে সাড়ে তিনশো ফুটের বেশি গভীরতায় সাঁতার কাটা কোনও ভাবেই নিরাপদ নয় মানুষের পক্ষে। তবে এবার তেমনটাই করে দেখালেন ফরাসি ডাইভার আর্নাউড জেরাল্ড।

সমুদ্রপৃষ্ঠের ৩৯৩ ফুট গভীরতায় পৌঁছে গড়লেন নয়া রেকর্ড। তৈরি হল নয়া বিশ্ব রেকর্ড। বাহামায় আয়োজিত এক ডাইভিং প্রতিযোগিতায় ৩ মিনিট ৩৪ সেকেন্ডে ১২০ মিটার গভীরতায় পৌঁছে যান আর্নাউড। এই নিয়ে সাত বার তিনি নিজেরই তৈরি বিশ্ব রেকর্ড ভাঙলেন।

Related Articles