Sambad Samakal

Durga Puja: মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোর ভবিষ্যৎ কী? মমতার বৈঠকেই সিদ্ধান্ত?

Aug 22, 2022 @ 10:42 am
Durga Puja: মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোর ভবিষ্যৎ কী? মমতার বৈঠকেই সিদ্ধান্ত?

মহম্মদ আলি পার্কে দর্বল জলাধারের ওপরে মণ্ডপ তৈরির কাজ নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে কলকাতা পুরসভা। ফলে পুজো কীভাবে হবে, সেই নিয়েই চিন্তায় রয়েছেন মহম্মদ আলি পার্কের পুজোর উদ্যোক্তা ইউথ অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন উদ্যোক্তারা।

জোঁড়াসাকোর বিধায়ক বিবেক গুপ্তা জানিয়েছেন, বর্তমানে মণ্ডব তৈরির স্থানেই খুঁটিপুজো করা হয়েছিল। সেই সময়ে কেন বাধা দেওয়া হলনা, সেই প্রশ্নও তুলেছেন বিধায়ক। যদিও বিকল্প হিসেবে একাধিক পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্রয়োজনে দর্শকদের মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবেনা। বাইরে থেকেই প্রতিমা-মণ্ডপ দর্শণ করতে পারবেন পূণ্যার্থীরা। এখন দেখার, এদিনের বৈঠকের পরে ঠিক কী সিদ্ধান্ত নেন পুজোর উদ্যোক্তারা।

Related Articles