Sambad Samakal

AIFF: সুপ্রিম নির্দেশে বাতিল ‘সিওএ’, ফুটবল ফেডারেশন নিয়ে কী নির্দেশ আদালতের?

Aug 22, 2022 @ 2:26 pm
AIFF: সুপ্রিম নির্দেশে বাতিল ‘সিওএ’, ফুটবল ফেডারেশন নিয়ে কী নির্দেশ আদালতের?

ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। এই বিষয়ে সোমবার দেশের সুপ্রিমকোর্টে মামলার শুনানি হল। এদিন আদালত ভারতীয় ফুটবল ফেডারেশনের ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘সিওএ’কে বাতিল বলে ঘোষণা করল। এর সঙ্গেই আদালত জানিয়ে দিয়েছে, আপাতত ফেডারেশনের যাবতীয় কাজ সামলাবেন অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল।

এরসঙ্গেই দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, দ্রুত ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে হবে। নির্বাচনের জন্য এক সপ্তাহ বাড়তি সময়ও মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে মোট ২৩ জন সদস্য থাকবেন। যার মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবেন ১৭ জন। প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে থেকে ৬ জনকে বেছে নেওয়া হবে কমিটিতে। সুপ্রিমকোর্ট নিযুক্ত রিটার্নিং অফিসার গোটা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Related Articles