Sambad Samakal

Anubrata: করোনা আক্রান্ত অনুব্রত, জেলে আইসোলেশনেই থাকবেন আপাতত

Aug 24, 2022 @ 5:38 pm
Anubrata: করোনা আক্রান্ত অনুব্রত, জেলে আইসোলেশনেই থাকবেন আপাতত

গরু পাচার মামলায় বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে। জেলে নিয়ে যাওয়ার আগে রুটিন চেক-আপের সময়েই ধরা পড়ে করোনা আক্রান্ত অনুব্রত মণ্ডল। করোনার র‍্যাপিড টেস্ট কিটে পজিটিভ রিপোর্ট আসে। যদিও তাঁর সেভাবে কোনও উপসর্গ নেই বলেই খবর।

আসানসোল জেল সূত্রে খবর, আপাতত জেলোর সেলেই অনুব্রতকে আইসোলেশনে রাখা হবে। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে। আইসোলেশন সেলে অনুব্রত মণ্ডলের থাকার জন্য ইতিমধ্যেই একটি খাট বরাদ্দ করা হয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সঙ্গেই থাকছে একটি টেবিল ফ্যানও।

Related Articles