Sambad Samakal

TMC: বিলকিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চন্দ্রিমার নেতৃত্বে রাজপথে মহিলা তৃণমূল

Aug 25, 2022 @ 7:56 pm
TMC: বিলকিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চন্দ্রিমার নেতৃত্বে রাজপথে মহিলা তৃণমূল

বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে রাজপথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল চলে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত। মিছিলে অংশ নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ মালা রায়, সাংসদ অপরূপা পোদ্দার, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়রা। সম্প্রতি বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকেই মুক্তি দেওয়া হয়েছে। এদিনের এই মিছিল থেকে বিলকিসকাণ্ডে দোষীদের পুনরায় গরাদের পিছনে পাঠানোর দাবি ওঠে। বিলকিস ইস্যু ছাড়াও এদিনের মিছিল থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও আওয়াজ তোলা হয়।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিলকিস বানোর ঘটনা আজও আমাদের লজ্জায় ফেলছে। সিবিআইয়ের কাছে এই মামলা তদন্তের জন্য ছিল। তার পর গুজরাটের কোর্ট থেকে তা বোম্বের কোর্টে স্থানান্তরিত হয়। বোম্বে কোর্ট দণ্ড দেয় এবং এরা দণ্ডিত অপরাধী। সেই ১১ জনকে ছেড়ে দেওয়া হল। আমরাও এর শেষ দেখে ছাড়ব।” এছাড়াও বাংলায় বিজেপির বিরুদ্ধে “প্রতিহিংসার রাজনীতি”র অভিযোগেও সুর চড়ান চন্দ্রিমা। মন্ত্রী শশী পাঁজা বলেন, “ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ। সেই ধর্ষণকারীদের কেন রেহাই দিয়ে দেওয়া হল, কেন্দ্র কেন এই ঘটনা নিয়ে নীরব, সেটার জবাব দিক।”

Related Articles