Sambad Samakal

Weather: আকাশের মুখ ভার, আজ কতটা বৃষ্টি তিলোত্তমায়?

Aug 25, 2022 @ 10:01 am
Weather: আকাশের মুখ ভার, আজ কতটা বৃষ্টি তিলোত্তমায়?

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আংশিক মেঘলা কলকাতার আকাশ। তবে হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। সেই কারণেই বৃহস্পতি-শুক্রবার কমবে বৃষ্টিপাত। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কমেছে বেশ কিছুটা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পেরপরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।

Related Articles