Sambad Samakal

Primary TET: ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল! রিপোর্ট চাইল আদালত

Aug 29, 2022 @ 6:16 pm
Primary TET: ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল! রিপোর্ট চাইল আদালত

২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রেও ভুল! এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এমনটাই দাবি করলেন রাজু গাজী নামের এক ব্যক্তির আইনজীবী। তাঁর দাবি, সব মিলিয়ে মোট আটটি প্রশ্নে ভুল ছিল। বাংলা, অঙ্ক সহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের তালিকাও জমা দেওয়া হয়েছে।

এই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে নিজের অবস্থান রিপোর্ট আকারে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রসঙ্গত, এর আগে ২০১২ ও ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রেও ভুল থাকার অভিযোগ উঠেছিল।

Related Articles