Sambad Samakal

Avijit Gangopadhyay: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা! এজলাসে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Aug 30, 2022 @ 2:18 pm
Avijit Gangopadhyay: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা! এজলাসে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যের সঙ্গে চরম সংঘাতের আবহে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একের পর এক মামলায় যখন ক্রমাগত রাজ্যকে বিঁধে চলার অভিযোগ উঠছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিযোগ গাঙ্গপাধ্যায়ের বিরুদ্ধে, তখন সাম্প্রতিক সাক্ষাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী কথা হয়েছে, মঙ্গলবার এজলাসে তা প্রকাশ্যে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের একাংশ কলকাতা হাইকোর্টকে ব্যবহারের জন্য দিয়েছে রাজ্য সরকার। সেখানেই গত সপ্তাহে আনুষ্ঠানিক হস্তান্তরের দিন মুখোমুখি দেখা হয় দু’জনের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ অন্য বিচারপতিরাও সেখানে উপস্থিত ছিলেন। মঙ্গলবার এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। আমি বলি, ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়”। তিনি জানান, তিনি পরিচয় দিতেই মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকান। তারপর বলেন, ‘আপনি এত করছেন। এখন কিছু বলার নেই’। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, তিনিও মুখ্যমন্ত্রীকে বলেন যে, “আমারও কিছু বলার নেই”। তা শুনে মুখ্যমন্ত্রী নাকি বলেন, “আপনি আপনার মত কাজ করে যান”।

Related Articles