Sambad Samakal

Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

Aug 30, 2022 @ 4:19 am
Horoscope: আজ কেমন কাটবে আপনার দিন?

মেষ: কর্মস্থলে ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

বৃষ: সন্ধ্যার পরে বিবাদ থেকে সাবধান। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে।

মিথুন: কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে।

কর্কট: মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

সিংহ: বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ। কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি।

কন্যা: হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ। অপ্রিয় সত্যি কথা বলায় কর্মস্থানে অশান্তি।

তুলা: কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে বাসরত কোনও বন্ধুর খবর পাওয়ায় আনন্দ।

বৃশ্চিক: কোনও ভালো কাজে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে।

ধনু: বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভুল কোনও কাজ আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে।

মকর: সংসারে আর্থিক দিক একটু খারাপ থাকবে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।

কুম্ভ: মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে মনে অবসাদ।

মীন: শেয়ার ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে কোনও শুভ কাজ হওয়ার যোগ।

Related Articles