Sambad Samakal

Kolkata HC: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই, সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রইল

Sep 2, 2022 @ 5:25 pm
Kolkata HC: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই, সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রইল

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরসঙ্গেই ২৬৯ জনকে বরখাস্তও করা হয়েছিল। সেই রায়কেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছিল রাজ্য। এদিন কার্যত সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা।

বিচারপতি সুব্রত তালুকদার ও লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিল, গোটা নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে সিবিআই। রাজ্য সেই তদন্তে কোনও ভাবেই হস্তক্ষেপ করতে পারবেনা। এরসঙ্গেই ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার রায়কেও মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালতের নজরদারিতেই সিবিআই তদন্ত চালাবে বলে জানিয়েছেন বিচারপতিরা। জানা যাচ্ছে, এই রায়ের পরেই পর্ষদের অফিসে ফের হানা দিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

Related Articles