Sambad Samakal

Mamata: স্কুল-কলেজে পড়ানো হোক নৈতিকতার পাঠ, শিক্ষক দিবসে কী বললেন মুখ্যমন্ত্রী?

Sep 5, 2022 @ 2:48 pm
Mamata: স্কুল-কলেজে পড়ানো হোক নৈতিকতার পাঠ, শিক্ষক দিবসে কী বললেন মুখ্যমন্ত্রী?

সমস্ত স্কুল-কলেজে পড়ানো হোক নৈতিকতার পাঠ, এমনটাই চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে নিয়োগ দুর্নীতি নিয়ে বার্তা দিতে গিয়ে মমতা বলেন, নৈতিক শিক্ষাই মানুষ গড়তে সবথেকে বেশি কার্যকরী। কোনও ব্যক্তির কত টাকা সেটা দিয়ে যে সামাজিক সম্মানের পরিমাপ হয়না, সেটা একমাত্র শেখাতে পারে নৈতিক শিক্ষাই।

এদিন মমতা বলেন, “আমি চাই স্কুল-কলেজে নৈতিকতার ওপর অন্তত একটা করে ক্লাস নেওয়া হোক। আমি কতটা লোভ করব, সেটা আমার ওপরই নির্ভর করে। কেউ কেউ সঙ্গ দোষে খারাপ কাজ করে। তাদেরও সুধরাবার সুযোগ দিয়ে আমাদের কাছে টেনে নিতে হবে। হাতের সবকটা আঙুল সমান হয়না। আমি কি সব নিয়ন্ত্রণ করে রাখতে পারি! ভগবানও’তো পারে না। তাই বলে সবার নামে কুৎসা করা ঠিক নয়।”

Related Articles