Sambad Samakal

Kolkata HC: কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই! পুজো অনুদান মামলায় হাইকোর্টে কী জানাল রাজ্য?

Sep 6, 2022 @ 4:57 pm
Kolkata HC: কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই! পুজো অনুদান মামলায় হাইকোর্টে কী জানাল রাজ্য?

রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে চলতি বছরে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে হলফনামা দাখিল করল রাজ্য। ওই হলফনামায় দাবি করা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বা মহার্ঘভাতা বকেয়া নেই। ফলে পুজোয় অনুদানের সঙ্গে মহার্ঘভাতা সংক্রান্ত বিষয়ের কোনও সম্পর্ক নেই।

এদিন রাজ্যের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে দাবি করা হয়েছে, পুজোর অনুদান বিষয়ে ২০১৮ সালের পুলিশ অনুশীর্ষে অর্থ বরাদ্দ করার নিয়ম রয়েছে। রাজ্য সরকার প্রয়োজনে যে কোনও বিষয়ে জনগণের স্বার্থে অর্থ বরাদ্দ করতেই পারে। অবিলম্বে এই জনস্বার্থ মামলা খারিজ করে, মামলাকারীকে মোটা অঙ্কের জরিমানা করারও দাবি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Related Articles