Sambad Samakal

Primary TET: পুজোর আগেই চাকরি পাচ্ছেন ৫৪ জন টেট পরীক্ষার্থী, কী নির্দেশ আদালতের?

Sep 6, 2022 @ 5:09 pm
Primary TET: পুজোর আগেই চাকরি পাচ্ছেন ৫৪ জন টেট পরীক্ষার্থী, কী নির্দেশ আদালতের?

পুজোর আগেই আরও ৫৪ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানিয়ে দিয়েছেন, আগামী ২৮ সেপ্টেম্বরের আগে সকলের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ভবিষ্যতের শূন্য পদ থেকেই এই নিয়োগ করতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

প্রসঙ্গত, এর আগেও একই ভাবে ২৩ জন পরীক্ষার্থীকে টেট নিয়োগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য হওয়া টেট পরীক্ষায় মোট ৬টি প্রশ্নপত্র ভুল ছিল। ফলে ওই ৫৪ জন পরীক্ষার্থী টেট পাশ করতে পারেননি। পরে হাইকোর্টের হস্তক্ষেপে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নম্বর বাড়ানো হয় ওই পরীক্ষার্থীদের। এদিন তাঁদেরই চাকরিতে নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related Articles