Sambad Samakal

Painter: হাতে-পায়ে একসঙ্গে চালাচ্ছেন ছবি আঁকার কাজ!

Sep 7, 2022 @ 10:36 am
Painter: হাতে-পায়ে একসঙ্গে চালাচ্ছেন ছবি আঁকার কাজ!

কাচের টেবিলের সামনে বসে আছেন মধ্যবয়স্কা এক মহিলা। শুধু দুই হাতে নয়, পায়ের আঙুলের মাঝেও তিনি ধরে রয়েছেন তুলি ও পেনসিল। দু হাতে দুটি, দু’পায়ে আরও দুটি। একই সঙ্গে চলছে ছবি আঁকার কাজ। সম্প্রতি এমনই অবাক করা দৃশ্যের সাক্ষী হল ইন্টারনেট। নেপথ্যে রটারডামের ডাচ শিল্পী রাজাসেনা।

২০১৯ সাল থেকে এভাবেই ছবি আঁকছেন তিনি। ১৬ বছর বয়স থেকে শুরু হয় সাধনা। চিত্রাঙ্কন প্রতিভা ছিল তাঁর জিনগত। তাই দক্ষতা অর্জনের জন্য কসরত করতে হয়নি খুব। তাঁর ডান ও বাম মস্তিষ্ক তথ্য আদানপ্রদান করতে পারে সাধারণের থেকে তিন গুণ গতিতে।

Related Articles