Sambad Samakal

SSC Scam: কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে এসএসসির সার্ভার রুম অবিলম্বে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের

Sep 9, 2022 @ 6:19 pm
SSC Scam: কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে এসএসসির সার্ভার রুম অবিলম্বে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময়েই এসএসসির সদর দফতরের সার্ভার রুম সিল করে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা বসিয়েছিলেন তিনি। শুক্রবার নিজের সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এসএসসির আবেদনের ভিত্তিতে সার্ভার রুমের সিল খুলে তা নতুন চেয়ারম্যান শুভ্র চক্রবর্তীর উপস্থিতিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবিলম্বে সিবিআইয়ের তদন্তকারীদের এই কাজ সম্পন্ন করতে হবে। এরসঙ্গেই এসএসসির সার্ভার রুমের সামনে থেকে চব্বিশ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর প্রহরাও সরিয়ে নেওয়ার কথা বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, এসএসসির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, ওই সার্ভার রুম ব্যবহার না করতে পারলে নিয়োগ সংক্রান্ত বহু কাজ আটকে যাচ্ছে। এমনকী আদালতের নির্দেশও বাস্তবায়িত করা যাচ্ছেনা। কারণ দফতরের সমস্ত তথ্যই সংরক্ষিত রয়েছে ওই সার্ভার রুমে।

Related Articles