Sambad Samakal

Titagarh: গণধর্ষণের অভিযোগে উত্তাল টিটাগড়, অভিযোগকারিণীর সঙ্গে দেখা তৃণমূলের প্রতিনিধি দলের

Sep 9, 2022 @ 7:09 pm
Titagarh: গণধর্ষণের অভিযোগে উত্তাল টিটাগড়, অভিযোগকারিণীর সঙ্গে দেখা তৃণমূলের প্রতিনিধি দলের

এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ফের উত্তাল টিটাগড় এলাকা। শুক্রবার সকালে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেই সময়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়।

পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই বিশাল সাউ নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতকে ১৪ দিনের জন্য হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

এদিন বিকেলে টিটাগড়ে অভিযোগকারিণীর বাড়িতে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও সাংসদ অর্জুন সিংহ। অভিযোগকারিণীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। এরপরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত চলছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা অভিযোগকারিণীর পরিবারের পাশে আছি।”

Related Articles