Sambad Samakal

Barrackpore: অর্জুনের রোষেই কি ফের ব্যারাকপুরের সিপি বদল?

Sep 10, 2022 @ 8:15 pm
Barrackpore: অর্জুনের রোষেই কি ফের ব্যারাকপুরের সিপি বদল?

সুশ্বেতা ভট্টাচার্য

ফের সিপি বদল ব্যারাকপুরে। অজয় কুমার ঠাকুরকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার (সিপি) পদে আনা হল অলোক রাজোরিয়াকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন তিনি। অন্যদিকে, দুঁদে আইপিএস অজয় ঠাকুরকে বদলি করা হল ডিআইজি, সিভিল ডিফেন্স পদে।

দিন কয়েক আগেই মনোজ কুমার ভার্মাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর বিশেষ দায়িত্বে উন্নীত করা হয়। সেই সঙ্গেই দক্ষ আফিসার হিসেবে পরিচিত ব্যারাকপুরের তৎকালীন জয়েন্ট সিপি (ক্রাইম) পদে থাকা অজয় কুমার ঠাকুরকে উন্নীত করা হয় ব্যারাকপুরের নতুন সিপির দায়িত্বে। কিন্তু আচমকাই শনিবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ব্যারাকপুরের সিপি পদে রদবদলের ঘোষণা করে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে ব্যারাকপুরে বিজেপির জয়ের পর ভাটপাড়া সহ সমগ্র শিল্পাঞ্চলে রাজনৈতিক সন্ত্রাস কড়া হাতে দমন করতে সিপি মনোজ কুমার ভার্মার যোগ্য সহচর ছিলেন অজয় কুমার ঠাকুর। একাধিকবার সাংসদ অর্জুন সিংকে আইপিএস অজয় ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছে। পরবর্তী সময়ে বিজেপি থেকে সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফিরলেও অজয় ঠাকুরের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতি হয়নি বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলে প্রশ্ন, সেই কারণেই কি ব্যারাকপুরের সিপির দায়িত্ব থেকে এবার সরানো হল “সমঝোতায় অনড়” দক্ষ আইপিএস অজয় কুমার ঠাকুরকে? যদিও নবান্ন সূত্রে এটি রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে।

Related Articles