Sambad Samakal

Weather: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

Sep 10, 2022 @ 9:17 am
Weather: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েক দিন বেশিরভাগ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।

Related Articles