Sambad Samakal

NIA: দেশজুড়ে একযোগে ৬০ যায়গায় তল্লাশি অভিযানে এনআইএ

Sep 12, 2022 @ 12:21 pm
NIA: দেশজুড়ে একযোগে ৬০ যায়গায় তল্লাশি অভিযানে এনআইএ

সোমবার সকাল থেকে দেশজুড়ে একযোগে মোট ৬০টি যায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। সংবাদ সংস্থা সূত্রে খবর, কুখ্যাত দুষ্কৃতি ও অপরাধীদের গ্যাংয়ের বিরুদ্ধেই এই অভিযান। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর থেকেই বিভিন্ন অপরাধী গ্যাং ভাঙতে তৎপর হয়েছে এনআইএ।

এদিন সকাল থেকে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ইতিমধ্যেই অপরাধী লরেন্স বিষ্ণোই ও নীরজ বাওয়ান গ্যাংয়ের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রুজু করা হয়েছে এনআইএর পক্ষ থেকে। যদিও এদিনের অভিযানে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারির খবর পাওয়া যায়নি।

Related Articles