Sambad Samakal

Maloy Ghatak: কয়লা কাণ্ডে সাড়াঁশি চাপে মন্ত্রী মলয়! সিবিআই হানার পর ফের দিল্লিতে ইডির তলব

Sep 14, 2022 @ 10:19 am
Maloy Ghatak: কয়লা কাণ্ডে সাড়াঁশি চাপে মন্ত্রী মলয়! সিবিআই হানার পর ফের দিল্লিতে ইডির তলব

কয়লা কাণ্ডে সাড়াঁশি চাপে মন্ত্রী মলয় ঘটক। সিবিআই হানার পর এবার ফের দিল্লিতে তাঁকে তলব করল ইডি। বুধবারই ইডি তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। তবে সূত্রের খবর, দিল্লির ইডি দফতরের আজ হাজিরা দিচ্ছেন না বাংলার আইনমন্ত্রী। তাঁর যুক্তি, এ সংক্রান্ত কোনও নোটিশই তিনি পাননি। তাই হাজিরার প্রশ্নই নেই।

এর আগেও কয়লা কাণ্ডে তদন্তের জন্য একাধিকবার মলয় ঘটককে দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু, কখনও কোভিডের অজুহাত দেখিয়ে, কখনও অন্য যুক্তিতে হাজিরা এড়িয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর কলকাতা থেকে আসানসোল মলয় ঘটকের ছয় ঠিকানায় হানা দেয় আর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আলিপুরেও তাঁর এক ঘনিষ্ঠ বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এরপর ডালহৌসির সরকারি আবাসনে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে অলয় ঘটককে জিজ্ঞাসাবাদ চালান সিবিআই তদন্তকারীরা। সূত্রের খবর, সেই সময় তল্লাশি চালিয়ে মাত্র ১৪ হাজার টাকা পেয়েছিলেন তদন্তকারীরা। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এবিষয়ে ক্ষোভ উগরে দেন আইন মন্ত্রী।

Related Articles