Sambad Samakal

Reservation: পিছিয়ে পড়াদের জন্য ৭৭% সংরক্ষণ! কী সিদ্ধান্ত হেমন্ত সোরেনের?

Sep 15, 2022 @ 11:13 am
Reservation: পিছিয়ে পড়াদের জন্য ৭৭% সংরক্ষণ! কী সিদ্ধান্ত হেমন্ত সোরেনের?

সামাজিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি শিক্ষা ও চাকরিতে এবার ৭৭ শতাংশ সংরক্ষণের নীতি কার্যকর করতে চলেছে ঝাড়খণ্ড সরকার! সম্প্রতি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তপশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের জন্য সংরক্ষণের মাত্রা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৭ শতাংশ করা হচ্ছে।

ইতিমধ্যেই বিধানসভায় এই বিল পাশ করানোর তোড়জোড় শুরু করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের সরকার। আইন পাশ হলে তা সম্মতির জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। কারণ সংরক্ষণ সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরি বা শিক্ষায় সংরক্ষণের মাত্রা কখনওই ৫০ শতাংশের বেশি হতে পারেনা। ফলে এই প্রস্তাব আদৌ বাস্তবায়িত হবে কিনা, সেই নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

Related Articles