Sambad Samakal

Earth quake: লাদাখে ভূমিকম্প, ক্ষয়ক্ষতি কত?

Sep 16, 2022 @ 12:48 pm
Earth quake: লাদাখে ভূমিকম্প, ক্ষয়ক্ষতি কত?

শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮।

লাদাখের লেহ জেলার আলচি থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎসস্থল। সেই উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Related Articles