Sambad Samakal

ED-CBI: শাসকদলের বিরুদ্ধে অতিসক্রিয় ইডি-সিবিআই! নিন্দা প্রস্তাব পাশ বিধানসভায়

Sep 19, 2022 @ 6:04 pm
ED-CBI: শাসকদলের বিরুদ্ধে অতিসক্রিয় ইডি-সিবিআই! নিন্দা প্রস্তাব পাশ বিধানসভায়

বাংলায় ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তা নিয়ে বারবার সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভাতেও ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হল। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে ১৬৯ ধারা অনুসারে নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায় ও নির্মল ঘোষ।

এদিন প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৯টি ও বিপক্ষে ভোট পড়ে ৬৪টি। বিরোধী দল বিজেপির বিধায়করা নিন্দা প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেন। নিন্দা প্রস্তাবে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়, বেশ কিছু মামলার তদন্তে অতিসক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। বেছে বেছে রাজ্যের শাসক দলের নেতাদের হয়রান করা হচ্ছে। কিন্তু একই মামলায় বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছেনা। বিন্দুমাত্র নিরপেক্ষতা বজায় না রাখার ফলে রাজ্যজুড়ে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।

Related Articles