Sambad Samakal

Kate Winslet: শুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার হলিউড অভিনেত্রী কেট উইনস্লেট!

Sep 20, 2022 @ 11:48 am
Kate Winslet: শুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার হলিউড অভিনেত্রী কেট উইনস্লেট!

শুটিং ফ্লোরে আচমকাই দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী কেট উইনস্লেট। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কেট উইনস্লেটের চোট গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ক্রোয়েশিয়ায় ‘লি’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন অভিনেত্রী। ফ্লোরেই আচমকাই পা পিছলে যায়। দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই অস্কারজয়ী তারকা অভিনেত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কেট উইনস্লেটকে কিছু দিন বিশ্রামে থাকতে হবে।

Related Articles