Sambad Samakal

Oldest Magazine: বিশ্বের প্রাচীনতম পত্রিকার ইতিহাস জানেন?

Sep 20, 2022 @ 12:00 pm
Oldest Magazine: বিশ্বের প্রাচীনতম পত্রিকার ইতিহাস জানেন?

আনুমানিক ১৪৪০ সালে জার্মান গোল্ডস্মিথ জোহানেস গুটেনবার্গের হাত ধরে জন্ম নিয়েছিল প্রিন্টিং প্রেস। সেখানে মূলত বিভিন্ন গ্রন্থ ও ক্যালেন্ডারই ছাপা হত। বিশ্বের প্রথম পত্রিকা প্রকাশিত হয় এরও প্রায় ২০০ বছর পরে। ‘এরবলিচে মোনাথস আনটারেডুংজেন’, এটিই বিশ্বের প্রাচীনতম পত্রিকা। ১৬৬৩ সালে হামবুর্গ শহর থেকে প্রকাশিত হয়েছিল এই পত্রিকা।

অবশ্য তখনও ‘ম্যাগাজিন’ শব্দের জন্ম হয়েছিল কিনা, তা বলা কঠিন। এই ম্যাগাজিনের ৫০ শতাংশেরও বেশি অংশ জুড়ে ছিল জার্মান দার্শনিক জোহান রিস্টের লেখা। ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত প্রায় ধারাবাহিক ভাবেই প্রকাশিত হয়েছিল এই মাসিক পত্রিকা।

Related Articles