Sambad Samakal

Virtual Library: অভিনব! কলকাতায় প্রথম ‘ভার্চুয়াল লাইব্রেরি’

Sep 20, 2022 @ 11:56 am
Virtual Library: অভিনব! কলকাতায় প্রথম ‘ভার্চুয়াল লাইব্রেরি’

লাইব্রেরি বলতেই আমাদের সকলের চোখের সামনে ফুটে ওঠে বইয়ের বিশাল সম্ভার বা নিস্তব্ধতা মোড়া হলঘর। তবে অনেকেই এখন ঝুঁকেছেন ই-বুক বা পিডিএফের দিকে। তাই লাইব্রেরিকেও সময়োপযোগী করতে প্রযুক্তির আশ্রয় নিলেন একদল গবেষক। ভার্চুয়াল রিয়্যালিটিকে হাতিয়ার করেই তৈরি হল অদ্ভুত এক লাইব্রেরি। ‘দ্য ইনফিনিটি লাইব্রেরি’।

কলকাতার ম্যাক্সমুলার ভবনের গোয়েথে ইন্সটিটিউটে তৈরি হয়েছে এই ভার্চুয়াল লাইব্রেরি। ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে ধরা পড়বে প্রাচীন মন্ত্রোচ্চারণ বা বাঁশির সুর। মানব সভ্যতার ভবিষ্যৎ কী, সেই বিষয়টিও তুলে ধরে এই লাইব্রেরি। নেভিগেটর ও হেডসেট ব্যবহার করে যেন ‘স্পেস ও টাইমে’ ঘুরে আসতে পারবেন পাঠক বা দর্শকরা।

Related Articles