Sambad Samakal

Durga Puja: কেন ক্ষীরের পুতুল বলি দেওয়া হয় হাটখোলা দত্তবাড়ির দুর্গাপুজোয়, জানেন?

Sep 30, 2022 @ 10:34 am
Durga Puja: কেন ক্ষীরের পুতুল বলি দেওয়া হয় হাটখোলা দত্তবাড়ির দুর্গাপুজোয়, জানেন?

শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী নিমতলা ঘাট স্ট্রিটের হাটখোলা দত্তবাড়ি। সম্পূর্ণ বৈষ্ণব মতে এখানে পূজিতা হন দেবী দুর্গা। উল্টোরথের দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। মঠমৌড়ি চালার সাবেকি প্রতিমার ‘বাঁশপাতা চোখ, টিয়াপাখি নাক’ বিশিষ্ট খাস বাংলা ছাঁচের মুখাবয়ব। গঙ্গাজল ফুটিয়ে ও গাওয়া ঘি দিয়ে প্রস্তুত করা হয় মায়ের ভোগ।

অষ্টমীতে কুমারী পুজো ও নবমীতে ক্ষীরের পুতুল বলি দেওয়ার রীতি চলে আসছে এই বাড়িতে। যদিও বাড়ির কোনও সদস্যের সেই বলি দেখার নিয়ম নেই।

বোধন থেকেই বাড়িতে চণ্ডীপাঠ করেন ৬ জন ব্রাহ্মণ। নবমীর দিনে দক্ষিণান্তের পরে অঞ্জলি দেওয়া এ বাড়ির নিয়ম। কনকাঞ্জলির পরে নীলকন্ঠ পাখি উড়িয়ে বিসর্জন দেওয়ার প্রথা আজ অবলুপ্ত। তবে দেবী প্রতিমার নিরঞ্জনের পরে বাড়ির সদস্যরা স্বদেশপ্রেমের গান গাইতে গাইতে বাড়ি ফিরে আসেন এখনও।

Related Articles