Sambad Samakal

Durga Puja: সপ্তমীর সকালে কেন সপ্ততীর্থের জলে নবপত্রিকা স্নান করানো হয় তারক প্রামাণিকের দুর্গাপুজোয়?

Sep 30, 2022 @ 10:40 am
Durga Puja: সপ্তমীর সকালে কেন সপ্ততীর্থের জলে নবপত্রিকা স্নান করানো হয় তারক প্রামাণিকের দুর্গাপুজোয়?

মধ্য কলকাতার কাঁসারিপাড়া এলাকায় তারক প্রামাণিকের দুর্গাপুজো আজও প্রসিদ্ধ গোটা এলাকায়। সুদৃশ্য কুলুঙ্গি ও নকশা বিশিষ্ট তিন খিলানের ঠাকুরদালানে পূজিতা হন একচালার দেবী দুর্গা। শুক্লা প্রতিপদ কল্পে হয় বোধন। সপ্তমীর সকালে সপ্ততীর্থের জলে নবপত্রিকা স্নান করানোই এই বাড়ির পুজোর রীতি।

পুজোর দিনগুলোয় মাকে চাল-ডালের নৈবেদ্য, নানা রকম ফল-মিষ্টি, কাজু, মেওয়া, মন্ডা, চিনির জল, মৌরি-মিছরির শরবত নিবেদন করা হয়। দশমীতে দেওয়া হয় ঝাড়খিলি পান। দুর্গাপুজোর চারদিনই আগে এবাড়তে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসত। বৈষ্ণব মতে পুজো হয় বলে এ বাড়ির পুজোয় বলির প্রচলন নেই।

Related Articles