Sambad Samakal

Aaadhar Card: দশ বছরের পুরনো আপনার আধার কার্ড? নতুন করে কী করতে হবে, জানেন?

Oct 13, 2022 @ 11:26 am
Aaadhar Card: দশ বছরের পুরনো আপনার আধার কার্ড? নতুন করে কী করতে হবে, জানেন?

পরিচয়পত্র হিসেবে অনেকেই বিভিন্ন পরিষেবা নেওয়ার সময়ে আধার কার্ড ব্যবহার করে থাকেন। আপনার আধার কার্ড যদি ১০ বছরে পুরনো হয়, একবারও যদি আপডেট না করে থাকেন, তাহলে আপনার জন্য নয়া নির্দেশিকা জারি করেছে আধার কার্ড কর্তৃপক্ষ।

জানানো হয়েছে, ১০ বছরের পুরনো আধার কার্ড যাদের রয়েছে, তাদের নতুন করে সমস্ত তথ্য আপডেট করতে হবে। অনলাইনে ইউআইডিআই-এর ওয়েবসাইটে বা সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে একাজ করতে পারেন। ছবি, বয়স, ঠিকানা, বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। কারণ আধার কার্ডের মাধ্যমেই বহু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সাধারণ মানুষ। যদিও এই প্রক্রিয়াকে বাধ্যতামূলক করা হয়নি। তবে ১০ বছরের পুরনো আধার কাসড থাকলে, তা আপডেট করতে অনুরোধ করা হয়েছে।

Related Articles