Sambad Samakal

Canning: ভোররাতে ক্যানিংয়ে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু দোকান!

Oct 13, 2022 @ 10:47 am

বৃহস্পতিবার ভোর রাতে ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ভস্মীভূত হয়েছে অন্তত ১০টি থেকে ১২টি দোকান। ব্যবসায়ীদের আশঙ্কা, অগ্নিকাণ্ডের ফলে কমপক্ষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোররাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকানে প্রথম আগুন লাগে। তারপরে আশেপাশের বেশ কয়েকটি দোকানে ওই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

Related Articles