Sambad Samakal

Hunger Index: বিশ্ব ক্ষুধাসূচকে আরও পিছল ভারত! এগিয়ে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান

Oct 15, 2022 @ 1:27 pm
Hunger Index: বিশ্ব ক্ষুধাসূচকে আরও পিছল ভারত! এগিয়ে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান

বিশ্ব ক্ষুধা সূচকে আরও পিছিয়ে গেল ভারতবর্ষ! ‘আচ্ছে দিন’এর প্রচারের আড়ালে থাকা ভয়ংকর বাস্তবের ছবিটা চলে এল প্রকাশ্যে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর থেকেও নীচে স্থান হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের! ২০২১ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ছিল ১০১ নম্বর। চলতি বছরে ভারতের স্থান হয়েছে ১০৭ নম্বরে।

ক্ষুধা সূচকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতের জনসংখ্যার ১৬.৩ শতাংশ মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছেন। ১৯.৩ শতাংশ শিশুর উচ্চতার অনুপাতে ওজন অত্যন্ত কম। আর ৩৫.৫ শতাংশ শিশুর অপুষ্টি এতটাই বেশি যে বয়সের তুলনায় তারা উচ্চতায় বাড়েনি।

ক্ষুধা নিবৃত্তির নিরিখে তালিকার শীর্ষ ১৭টি স্থান দখল করে রয়েছে থাকল চিন, তুরস্ক, কুয়েতের মতো দেশগুলি। আইরিশ স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’ ও জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে এই তালিকা প্রস্তুত করে থাকে। আর সেখানেই কার্যত লজ্জাজনক পরিস্থিতি ভারতের।

Related Articles