Sambad Samakal

Soldier: বিশ্বযুদ্ধের কনিষ্ঠতম সেনানীকে চেনেন?

Oct 15, 2022 @ 8:34 pm
Soldier: বিশ্বযুদ্ধের কনিষ্ঠতম সেনানীকে চেনেন?

তখন তাঁর বয়স মাত্র সাত বছর। সেনার পোশাক গায়ে চাপিয়ে তাঁকেও নেমে পড়তে হয়েছিল বিশ্বযুদ্ধের ময়দানে। তার বছর কয়েক পরেই কর্পোরাল পদে উন্নীত হয়েছিলেন তিনি। মমচিলো গ্যাভরিচ, হ্যাঁ প্রথম বিশযুদ্ধের কনিষ্ঠতম সেনানী তিনিই। ১৯১৪ সালের আগস্ট মাসে তাঁর পরিবারের সমস্ত সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল অস্ট্রো-হাঙ্গেরিয়ান সৈন্যরা।

সেদিন সন্ধ্যাতেই প্রতিশোধ নিতে হাঙ্গেরিয়ান সেনা ছাউনিতে বোমা নিক্ষেপ করেন সাত বছরের কিশোর মমচিলো। ঘটনার কথা জানাজানি হতেই সেনা বাহিনীতে ডাক আসে তাঁর। মাত্র ৮ বছর বয়সে কর্পোরাল হিসেবে ‘সার-এর যুদ্ধে’ নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

Related Articles