Sambad Samakal

Dilip Mohalanabish: প্রয়াত ওআরএসের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ

Oct 16, 2022 @ 1:04 pm
Dilip Mohalanabish: প্রয়াত ওআরএসের জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ

প্রয়াত হলেন ওআরএসের জনক বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ। শনিবার রাতে বাইপাসের ধারের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত গবেষণা ও পরীক্ষামূলক প্রয়োগের সঙ্গে জড়িত থাকা এই মানুষটির বয়স হয়েছিল ৮৮ বছর।

বয়সজনিত অসুখে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কলেরা, ডায়েরিয়ার মতো রোগের চিকিৎসায় গোটা বিশ্বের রোগীরা এই কৃতী চিকিৎসকের গবেষণার সুফল পেয়ে চলেছেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে কলেরার মড়ক লেগেছিল বাংলায়। ওআরএস বা নুন-চিনি-বেকিং সোডা গোলা জল খাইয়ে যে রোগীদের বাঁচানো যেতে পারে, তা দেখিয়ে দিয়েছিলেন চিকিৎসক দিলীপ মহালনবিশ। সেখান থেকেই শুরু হয়েছিল ওআরএসের বহুল ব্যবহার।

Related Articles