Sambad Samakal

ED: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে তলব ইডির

Oct 16, 2022 @ 10:42 am
ED: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার সেই মানিক ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী তাপস মণ্ডলকে তলব করল ইডি। আগামী ২০ অক্টোবর তাঁকে কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবারই ব্যবসায়ী তাপস মণ্ডলের মহিষবাথানের অফিসে ও বারাসাতের বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে একাধিক মোবাইল ফোন, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য ওই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটে রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ইডির পক্ষ থেকে।

Related Articles