Sambad Samakal

Dubai: দুবাইয়ের আকাশে প্রথমবার উড়ন্ড ট্যাক্সি!

Oct 16, 2022 @ 11:16 am
Dubai: দুবাইয়ের আকাশে প্রথমবার উড়ন্ড ট্যাক্সি!

বছর দেড়েক আগের কথা। প্রথমবারের জন্য প্রকাশ্যে এসেছিল উড়ুক্কু গাড়ি। কিছুদিন আগেই মার্কিন মুলুকে উড়তে দেখা যায় উড়ন্ত বাইককেও। এবার দুবাইয়ের আকাশে পরীক্ষামূলক ভাবে উড়ল ট্যাক্সি। সম্প্রতি একটি চিনা সংস্থা পরীক্ষামূলক ভাবে এই অসম্ভবকে সম্ভব করল।

‘ইভিটিওএল’ খ্যাত এই গাড়িটি নিয়ে গবেষণা চলছিল বহু দিন ধরেই। ৮ প্রপেলার যুক্ত এই উড়ন্ত গাড়িটি ভার্টিকাল ফ্লাইট নিতে সক্ষম, অনেকটা হেলিকপ্টারের মতোই। এই যানটি চলবে বিদ্যুতের সাহায্যে। একবার সম্পূর্ণ রিচার্জ করা হলে, এই গাড়িটি টানা ৩৫ মিনিট ধরে উড়তে পারবে। পরীক্ষামূলক উড়ান সফল হলে আগামী দিনে আরব আমিরশাহীর বিভিন্ন দেশে পরিষেবা শুরু করতে চায় প্রস্তুতকারী চিনা সংস্থাটি।

Related Articles