Sambad Samakal

Modi: আইনি স্বীকৃতি পেতে চলেছে খাপ পঞ্চায়েত! কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

Oct 16, 2022 @ 10:25 am
Modi: আইনি স্বীকৃতি পেতে চলেছে খাপ পঞ্চায়েত! কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

ভারতের গ্রাম-গঞ্জে বিবাদ মেটাতে আজও খাপ পঞ্চায়েত বা সালিশি সভার প্রচলন রয়েছে। আর বারংবার সেই সমস্ত খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে অসাংবিধানিক ও মধ্যযুগীয় বিধান দেওয়ার অভিযোগ ওঠে। এবার সেই খাপ পঞ্চায়েত বা সালিশি সভাকেই আইনি স্বীকৃতি দিতে চান মোদি! গুজরাতে আইন ও বিচার মন্ত্রকের একটি অনুষ্ঠানে মোদির কথায় শুরু হয়েছে জল্পনা।

প্রধানমন্ত্রী মোদি বলেন, আদালতের ওপরে মামলার চাপ কমাতে গ্রামীণ খাপ পঞ্চায়েত বা সালিশি সভাকে উৎসাহ দিয়ে আইনের আওতায় আনতে হবে। এই কাজ সফল হলে বহু ছোটোখাটো বিবাদ মেটানোর জন্য আর আদালতের দারস্থ হতে হবেনা। রাজ্যগুলিকে এই বিষয়ে উদ্যোগী হওয়ার আবেদনও জানান প্রধানমন্ত্রী মোদি।

Related Articles