Sambad Samakal

Anubrata: অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যাবে ইডি? কী রায় আদালতের?

Oct 17, 2022 @ 5:27 pm
Anubrata: অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যাবে ইডি? কী রায় আদালতের?

কাটল দীর্ঘ জট। গোরু পাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের যে আর্জি বারবার জানাচ্ছিল ইডি, সেই আবেদনে সাড়া দিল আদালত। সোমবার দিল্লির রউস অ্যভেনিউ কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন মঞ্জুর করে জানিয়ে দিল, তদন্তের স্বার্থে দিল্লি নিয়ে গিয়ে হেফাজতে রেখে সায়গলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। আর এই রায়ের পরই সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে গোরুপাচার মামলায় অস্বস্তি আরও বাড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।

উল্লেখ্য, গোরু পাচার মামলায় সায়গলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলা করে ইডি। এরপরেই সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টেও আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। পাশাপাশি আরও একটি মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চাইলে ইডিকে আদালতের প্রশ্ন ছিল, দিল্লিতে নিয়ে গিয়ে সায়গলকে জেরা করার প্রয়োজন কী? ইডির আইনজীবীর যুক্তি ছিল, মামলা দিল্লিতে বলেই তাঁরা নিয়ে যেতে চান সেখানে। এরপরই বিচারপতি জানিয়ে দেন, দিল্লির আদালত যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবে অনুমতি দেওয়া যেতে পারে। সেই অনুমতিই মিলল সোমবার।

Related Articles