Sambad Samakal

Mamata: ‘সৌরভ আমাদের গৌরব’, মহারাজের পাশে দাঁড়িয়ে কী বার্তা মমতার?

Oct 17, 2022 @ 7:17 pm
Mamata: ‘সৌরভ আমাদের গৌরব’, মহারাজের পাশে দাঁড়িয়ে কী বার্তা মমতার?

সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার পক্ষেও জোড়ালো সওয়াল করলেন তিনি।

এদিন মমতা বলেন, “সৌরভ আমাদের গৌরব। কোর্টের রায়ের পরে তিন বছর ওঁর বিসিসিআইয়ের সভাপতি পদে থাকার সুযোগ ছিল। অমিত শাহের পুত্র রয়ে গেলেন কিন্তু সৌরভকে বাদ দিয়ে দেওয়া হল। অমিত শাহের পুত্রকে নিয়ে আমাদের কোনও আপত্তি নেই, ভালো কাজ করলে ভালো বলব। কিন্তু সৌরভের সঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটল, সেটা আমি বুঝতে পারছিনা। মনে রাখতে হবে সৌরভ কোনও রাজনৈতিক দলের সদস্য নয়। ও গোটা দেশ তথা বিশ্বের গর্ব।”

এরসঙ্গেই মমতা আরও বলেন, “আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বিনম্র ভাবে আবেদন করব, যাতে সৌরভ আইসিসির সভাপতি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই অনুমতি দেওয়া হোক। গোটা ক্রিকেট বিশ্ব সৌরভকে চেনে। দেশের ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করব প্রধানমন্ত্রীর কাছে।”

Related Articles