Sambad Samakal

Primary TET: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল সল্টলেক

Oct 17, 2022 @ 2:37 pm
Primary TET: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল সল্টলেক

নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সোমবার দুপুরে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ডেপুটেশনের কর্মসূচী ছিল ২০১৪ সালে পাশ করা টেট চাকরিপ্রার্থীদের। কিন্তু পুলিশি বাধায় সল্টেলেকের করুণাময়ী মোড়ের কাছেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা।

দীর্ঘক্ষণ ধরে করুণাময়ী মোড় অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। নতুন করে তারা আর ইন্টারভিউ দেবেননা। কারণ ইতিমধ্যেই অনেকেরই নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গিয়েছে। আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বহু আন্দোলনকারী।

Related Articles