Sambad Samakal

Saurav Ganguly: সৌরভ ইস্যুতে চাপে বিজেপি! পাল্টা বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার দাবি শুভেন্দুর

Oct 17, 2022 @ 5:39 pm
Saurav Ganguly: সৌরভ ইস্যুতে চাপে বিজেপি! পাল্টা বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার দাবি শুভেন্দুর

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে আইসিসিতে পাঠানোর দাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যেন এই ইস্যুতে রাজনীতি না করে, সেই বিষয়েও মোদিকে অনুরোধ করেছেন মমতা। বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া নিয়ে এমনিতেই কেন্দ্রর বিরুদ্ধে সমালোচনার ঝর ওঠে। তারপর বাংলার মুখ্যমন্ত্রীর এহেন অনুরোধে নতুন করে চাপে পড়ে যায় বিজেপি। এবার মুখ্যমন্ত্রীর ওপর পাল্টা চাপ তৈরি করতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন কলকাতা প্রেস ক্লাবে শুভেন্দু অধিকারী বলেন, “সৌরভকে যদি বাংলার রত্ন বলে মনে করতেন মুখ্যমন্ত্রী, তাহলে শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেন।” প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসবে বলিউড অভিনেতা শাহরুখ খানের মুখ ব্যবহার করা হয়। যদিও সন্ধ্যায় খবর লেখা পর্যন্ত বিরোধী দলনেতার এই দাবি প্রসঙ্গে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles