Sambad Samakal

Primary TET: টেট বিক্ষোভের জেরে অবরুদ্ধ দফতর! আদালতের দারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Oct 19, 2022 @ 11:40 am
Primary TET: টেট বিক্ষোভের জেরে অবরুদ্ধ দফতর! আদালতের দারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

সোমবার দুপুর থেকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে সল্টলেকে করুণাময়ী মোড়ের কাছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের ওই টেট উত্তীর্ণদের দাবি, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। এবার সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আদালতে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেট বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে দফতরের প্রবেশপথ। ফলে কর্মচারীদের দফতরে ঢুকতে-বেরোতে সমস্যা হচ্ছে। এমনকী নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীরা। তাই অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট। যদিও বিচারপতি এই মামলা গ্রহণ করলেও, দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন। সম্ভবত বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে।

Related Articles