Sambad Samakal

Booker Prize: জীবনযুদ্ধের কথা লিখে বুকার জয় শ্রীলঙ্কার লেখকের

Oct 20, 2022 @ 11:33 am
Booker Prize: জীবনযুদ্ধের কথা লিখে বুকার জয় শ্রীলঙ্কার লেখকের

গত মে মাসেই দক্ষিণ এশীয় ভাষায় লেখা প্রথম উপন্যাস হিসেবে বুকার পুরস্কার জিতেছিলেন ভারতের গীতাঞ্জলি শ্রী। মাত্র পাঁচ মাসের ব্যবধানে এবার বুকার পুরস্কার প্রাপকদের তালিকায় উঠে এল দক্ষিণ এশিয়ার নাম। নেপথ্যে রয়েছেন শ্রীলঙ্কার লেখক শেহান করুণাতিলক। ইংরাজি ভাষায় লেখা তাঁর উপন্যাস ‘দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা’ জিতে নিল বুকার পুরস্কার।

প্রসঙ্গত, দ্বিতীয় শ্রীলঙ্কান লেখক হিসেবে এই পুরস্কার পেলেন শেহান করুণাতিলক। ১৯৯০-এর গৃহযুদ্ধই তাঁর এই গ্রন্থের মূল প্রেক্ষাপট। তবে এই গ্রন্থকে ‘রাজনৈতিক’ আখ্যা দিতে নারাজ স্বয়ং লেখক।

Related Articles